রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তর গত ৭নং ওয়ার্ডে বাহিরচর বাজারের পাশে সম্প্রতি নির্মিত কালভার্ট ধসে পরেছে। কালভার্ট নির্মান করেন রামকৃষ্ণপুর ইউনিয়নের পরিষদের চেয়াম্যান জনাব মোঃ কামাল হোসেন দুই বার বাজেট কৃত ৩০০০০০/= (তিন লক্ষ )টাকা দিয়া কালভার্ট নির্মান করা হয়। কালভার্টটির কাজ গত দুই মাস আগে শেষ হয়, গত ১২-০৭-২০১৪ইং তারিখে রাত ২টার দিকে কালভার্ট টি ধসে পরে। গভীর রাতে কালভার্টটি ধসে পরার কারনে জনসাধারনে কোন ক্ষতি হয় নাই বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবী কালভার্টটি নির্মানে সর্বসাকুল্যে ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা খরচ হয় নাই।এবং কালভার্ট এর অপর মেইন দুই সাইড ফাটল ধরেছে যেকোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সকলকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য অনুরোধ করা হইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS